চেনা । জেবুন নেসা মায়া

চেনা
জেবুন নেসা মায়া

ধরো তোমায় আমি আর ভুলতেই পারলাম না—–
তাহলে,সব নিরবতা কাঁধে নিয়ে শুকনো পাতার উপর দিয়ে মর্মর শব্দ করে
হেঁটেহেঁটে খুঁজবো আর খুঁজবো ঠোঁটে ঠোঁট চেপে সেই অবয়ব!
লম্বা পথ এত্তটুকু মনে করে কখন যে পৌঁছে যাবো উঁচুনিচু কোনো ঢালে,
বসে দেখবো কতজনা যায় আসে কিন্তু চাহুনিতে আর পলক পড়েনা।
উৎকণ্ঠা নেই,চমক নেই,আকুলতা নেই,অপেক্ষা নেই—-
শুধু চেয়ে দেখি কি যেনো ঝাপটা দেয় সজনে গাছে।
মরা পাতা পড়ে, তবে কেনো– সূর্যের আলো তার ফাঁকে ঝলক দেয়?
সব সোনা ঝরা আলো হয়তো বা একসময় আর তেমন পুলকিত করে না।
মোম আঙ্গুলের মাঝে নিয়ে শুনেছি
শিমুল মোস্তফার কবিতা খোলা মাঠে কিন্তু আঙ্গুল গলা মোম এ উষ্ণতা বুঝেইনি।
দৌঁড়ে গিয়ে টেনে নিয়ে আলতো চুমু,মুছে ফেলিনি তাই এখনও কপালটা ভেজাই থাকে—-
চেতনা নিয়ে সব আচমকা চমকিয়ে চোখের পাঁপড়িগুলো একাই চোখ খোলায় আর বন্ধ করায়।
নিথর এক সুর সমস্ত চলাচলে গানের কলি ক’টি পিছুপিছু ঘোরে।
তোমার হয়তো মনে পড়বে ঐ দিন —-
যেদিন,বড়ই পাতা দিয়ে পানি গরম করা হবে।
আর চারিদিক মৌ মৌ করবে লোবান,কর্পূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *