প্রচ্ছদের প্রস্থচ্ছেদের মোড়কের
আড়ালে যে নাম
সে সর্বনাম তুমি।
আজন্ম প্রেমের মঞ্চভূমি।
ভূমি থেকে বায়ুতে
মন্ত্রবানে মনের মিনের
সন্তরণ সে তুমি।
পরিত্রাণ যদি মনের আরেক নাম,
তুমিতেই মন্ত্রত্রাণ।
প্রচ্ছদের প্রস্থচ্ছেদের মোড়কের
আড়ালে যে নাম
সে সর্বনাম তুমি।
আজন্ম প্রেমের মঞ্চভূমি।
ভূমি থেকে বায়ুতে
মন্ত্রবানে মনের মিনের
সন্তরণ সে তুমি।
পরিত্রাণ যদি মনের আরেক নাম,
তুমিতেই মন্ত্রত্রাণ।