গতকাল ২৩/০৪/২০২৪ তারিখ চিত্রনায়িকা ময়ূরী উনার মেয়েকে নিয়ে এফডিসিতে এসেছিলেন শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে।
সেখানে একজন সাংবাদিক ময়ূরীর মেয়েকে প্রশ্ন করলেন;
-তুমি কী তোমার মায়ের আগেকার সিনেমায় করা আইটেম গান গুলো দেখো? তোমার কাছে ভালো লাগে?
পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলা সিনেমার ভিলেন এবং জাসাস নেতা শিবা শানু। তিনি ছোট একটা মেয়েকে সাংবাদিকের এহেন অরুচিকর প্রশ্ন করতে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন।
এরপরের ঘটনা তো সংবাদ মাধ্যম গুলোর মারফতে দেশের অনেকেই জেনেছেন।
সংবাদ মাধ্যম গুলো শিরোনাম করছে, ভিলেন শিবা শানু ভিলেনের মত হামলে পড়লেন সাংবাদিকদের উপর।