আরবান অভিধানে যুক্ত হল নতুন শব্দ “ইসরায়েল্ড”

অনলাইন ডিকশনারির মধ্যে জনপ্রিয় একটি ডিকশনারি হচ্ছে আরবান। যা ১৯৯৯ সালে চালু হয় ।অনলাইনের এই অভিধানের জনপ্রিয়তা রয়েছে। এই অভিধানে সম্প্রতি একটি নতুন শব্দ যোগ হয়েছে । শব্দটি হচ্ছে “ইসরায়েল্ড” “Israeled” যার অর্থ বলা হয়েছে এমন যে – অন্যের কোনো কিছু নিজের বলে দাবী করা অর্থাৎ আরো বিস্তারিত ভাবে যদি বলা হয় সেটা হচ্ছে – যা কিছু আপনার নয় কিন্তু আপনি মালিক থেকে অনুরোধ করার মাধ্যমে ব্যবহার করার অনুমতি নিয়ে কিছুদিন পর নিজের বলে দাবী করা ।মূলত এটাই ইসরায়েল্ড ।এই শব্দটি অভিধানে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝর উঠে ।যেকল শব্দ প্রমিত অভিধানে ঠাই পায়নি মূলত সেসব শব্দের সংজ্ঞা দিয়ে থাকে এই ওয়েবসাইট । Israeled শব্দটিকে আরো একটি এন্ট্রিতে বলা হয়েছে এমন যে নিজের নয় কিন্তু এমন কিছু কেড়ে না এবং বৈধ মালিককে বের করে দেয়া ।উদাহরণ হিসেবে বলা হয়েছে, রেস্তোরাঁয় একজন ব্যক্তি যার সাথে কয়েকজন লোক টেবিল শেয়ার করতে চেয়েছিলেন পরবর্তিতে এই লোকটিকেই টেবিল থেকে উঠিয়ে দেয়া হয় । এই ব্যক্তির দাবী তিনি “ইসরায়েল্ড” এর স্বীকার হয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *