কবিতা
গুদামজাত হায়নার টুঁটিতে টেঁটা ।। জেবুননেসা হেলেন

গুদামের চালে কেরি পোকা,
ঝাঁকার ডালে জলে ছাতা( শ্যাওলার ঘর)।
তেলের মধ্যে ঘাসের বীজ,
হাঁস- মুরগীর ডিম, মাংসে টাকার শ্রাদ্ধ।
খিদে কিন্তু অবাধ্য!
সাধ্যের মধ্যে থাকছে না
কিন্তু খাদ্যের এসব সুখাদ্য।
কার কার সিন্ডিকেটে!
কার টেকে গোজা হলো
টাকশালের টাকা?
কার কার কুবুদ্ধিতে
কে করেছে বেগমপ্যাট?
এসব আমি তুমি সে
আমরা ছাগলের তৃতীয় পুত্র
খবর নিতে রাজি না।
দ্রব্যমূল্য আওতাক্রয়ের মধ্যে চাই।
আমরা ‘৭১ এর পর প্রজন্ম,
বাঁচতে চাই সহজ সোজা পথে।
আমাদের এভাবে সিজার করে
কেটে ছেঁটে কাঁচি বর্শায় ফালাফালা
করার ফলাফল মন্দর চেয়ে ভালো নয়।
সুসু খাদ্য ছেড়ে
আমরা ঘরে ঘরে
নুন পেঁয়াজে তেলহীন জলে
মোটা চাল কাপড়ে
খেয়ে পরে প্রতিবাদে উঠতে পারি জ্বলে।
আমরা বর্জ্য ভেবে এসব অতিসু বর্জনে
রাজি আছি কি?