
তীব্র প্রেমের কবিতা
সেই কবে দেখা হয়েছিল
সেই কবেকার ভোর কুয়াশায়
সেই ঘুম চোখ,তেল মাথাময়
সেই কবে কলেজের রাস্তায়
তুমি কোথায় হারালে গুলুদা
সেই তীব্র প্রেমের কবিতা
আজ এত মানুষের কোলাহল
আমি সেই প্রেম আর দেখি না
তুমি কোথায় হারালে গুলুদা
সেই বিষাদী পাতার চিঠিতে
কত রক্ত ধমণী তোলপাড়
আজও তোমাকেই চোখ খুঁজছে
আজ দেখি মানুষের ছয়লাপ
আর নিত্য ভীড়ের কবিগান
প্রেম দরজায় কড়া নাড়ছে
খিল খুলতে গিয়েও ভাবছি
তুমি কোথায় হারালে গুলুদা!